ভোমরায় নয় মাসে ২৫৮ কোটি টাকার রাজস্ব ঘাটতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৯ ১৩:৪৩:৫৪


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বেড়েই চলেছে রাজস্ব ঘাটতির পরিমাণ। আমদানি-রফতানি কার্যক্রমে গতি না আসায় ঘাটতি কাটিয়ে উঠতে পারছে না বন্দরটি। ভোমরা শুল্ক স্টেশনের তথ্য বলছে, সর্বশেষ গত মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি হয়েছে ২৮ শতাংশ। আর চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮ কোটি টাকার বেশি।

বন্দরসংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শুরু থেকেই ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। পাশাপাশি বৈশিক মহামারী করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটও কাটছে না। এতে বন্দরটি রাজস্ব ঘাটতি থেকে বের হতে পারছে না।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ভোমরা বন্দর থেকে ৮৫০ কোটি ৬৬ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বিপরীতে বন্দরটি থেকে আদায় হয় ৫৯২ কোটি ৩ লাখ টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮ কোটি ৬৩ লাখ টাকায়।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের মতে, রাজস্ব ঘাটতির অনেক কারণের মধ্যে অন্যতম হলো বন্দর ব্যবহারকারীদের সব ধরনের পণ্য আমদানি করতে না দেয়া। পাশাপাশি বন্দরের সক্ষমতাও কম।

তিনি বলেন, দেশের অন্য যেকোনো বন্দরের চেয়ে ভোমরা বন্দর অনেক সম্ভাবনাময়। অথচ এ বন্দরে রয়েছে পণ্য আমদানিতে নানা বৈষম্য। ব্যবসায়ীদের সব পণ্য আমদানি করতে দেয়া হয় না। তাছাড়া বন্দরের সক্ষমতা কম থাকার কারণে ভারী পণ্য আমদানি করতে পারেন না ব্যবসায়ীরা। এজন্য সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেয়ার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

সানবিডি/এনজে