পাহাড়ে পা পিছলে আহত মিম
প্রকাশ: ২০১৬-০২-২০ ১১:২১:৪২
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। ১৯ ফেব্রুয়ারি সিলেটে তিনি এ দুর্ঘটনায় পতিত হন। ওখানে নতুন ছবি ‘দাগ’-এর শুটিং করছিলেন তিনি। আঘাত পাওয়া প্রসঙ্গে মিম যুগান্তরকে বলেন, ‘আঘাত খুব বেশি গুরুতর নয়। হাতে ও পায়ে ব্যথা পেয়েছি।’
ইউনিট সূত্রে জানা গেছে, শুটিংয়ে দৃশ্য ধারণের সময় পাহাড়ের ওপর পা পিছলে নিয়ন্ত্রণ হারান মিম। মুহূর্তের মধ্যেই তিনি পড়ে যান। তবে তার ভাগ্য ভালো। উপরে পাহাড় সমতল ছিল বিধায় গড়িয়ে নিচে পড়েননি। বেশ আঘাত পেয়েছেন তিনি। মিমের আহত হওয়ার কারণে শুক্রবার ছবিটির শুটিং বন্ধ ছিল। আজ (শনিবার) থেকে আবার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, এ ছবিতে মিমকে একজন চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি সাহা। গত সপ্তাহে তার অভিনীত ‘সুইটহার্ট’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে।’ ছবিটি আশানুরূপ ব্যবসা সফল না হলেও এতে মিমের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস