চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৯ ১৬:৪৬:৩৭


চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।আজ শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ৩৯ নম্বর চসিক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবু সালেহ (২৭) ও তার ছেলে আবদুল্লাহ আল আমিন (৯ মাস)। আহতরা হলেন, আবু সালেহের স্ত্রী মনিরা আকতার ও তার চার বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল মাহিম। তারা বন্দরটিলা এলাকার আকমল আলী সড়কে ভাড়া বাসায় থাকেন। আবু সালেহ পোশাক কারখানার কর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্টিল মিল এলাকা থেকে রিকশায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। চসিক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মনিরা ও মাহিম পড়ে যান। এরপর রিকশাটিকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে রিকশায় থাকা আবু সালেহ ও তার ছেলে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

এদিকে দুর্ঘটনার পর সড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় ৪০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সানবিডি/এনজে