বিলিভ ইট অর নট, ৬৮ টাকায় আইফোন!

আপডেট: ২০১৬-০২-২০ ১১:৫২:৪৫


apple-iphon20160219065356অবিশ্বাস্য হলেও সত্য এক যুবক ২৯ হাজার টাকার আইফোন ৫-এস মাত্র ৬৮ টাকায় কিনেছেন! ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিল বনশল মাত্র ৬৮ টাকায় এই ফোন কিনেছেন।

এ যেন ঠিক ‘বিলিভ ইট অর নট’ এর মতো ঘটনা। বিশ্বাস করতে পারেন আবার নাও পারেন। কিন্তু ঘটনা সত্য।

নিখিল জানান, অনলাইনে একটি বিজ্ঞাপনে দেখেন ৯৯.৭ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে আইফোন ৫-এস। প্রথমে বিশ্বাস করতে পারেননি যে ফোনের দাম ২৯ হাজার টাকা, এত ডিসকাউন্ট দিয়ে মাত্র ৬৮ টাকায় পাওয়া যাচ্ছে! কোনো কিছু না ভেবে এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি অর্ডার দিয়ে দেন ফোনটির।

কিন্তু সংস্থাটি বিজ্ঞাপন প্রকাশে টেকনিক্যাল ত্রুটি দেখিয়ে নিখিলকে ফোন দিতে অস্বীকার করে। পাশাপাশি তারা জানান, ওটা কোনও ডিসকাউন্ট ছিল না। ভুলবশত বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

কিন্তু নিখিলও ছাড়ার পাত্র নন। ওই সংস্থার সঙ্গে কী চুক্তি হয়েছে সব বিবরণ দিয়ে কনজিউমার ফোরামে মামলা করেন। আদালত পর্যন্ত টেনে নিয়ে যান সংস্থাটিকে। আদালতে মামলায় জিতে যান নিখিল। পেয়ে যান ৬৮ টাকায় আইফোন ৫-এস। আর সংস্থাটিকে শুধুমাত্র আইফোনই দিতে হয়নি, সেই সঙ্গে গ্রাহকের সঙ্গে চুক্তি ভঙ্গ করার কারণে জরিমানাও গুনতে হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ