ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রীর প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১০ ১১:২৩:২৫
বগুড়ার শাহজাহানপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের তিনপুকুর এলাকায় লিচুতলা-বাগবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি নিজগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আবদুল বাকি (৫০) ও একই উপজেলার কলাকোপা গ্রামের আবদুল মোমিনের স্ত্রী সুমি আকতার পুতুল (২৫)।
সানবিডি/এনজে