রাসেল ডমিঙ্গো করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১০ ২০:৩৮:২৫


পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন টাইগার শিবিরে এলো খারাপ খবর। করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। অ্যান্টিজেন টেস্টের পর তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরেই ডমিঙ্গো অসুস্থবোধ করছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্ট উপলক্ষে পোর্ট এলিজাবেথে যাওয়ার পর সন্ধ্যা থেকে জ্বর জ্বর লাগছিল টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। করোনার বিষয়ে নিশ্চিত হতে তিনি পিসিআর টেস্ট করান। সেই টেস্টে নেগেটিভ এলে ডমিঙ্গো জাতীয় দলের অনুশীলনেও যোগ দেন।

এর পরও ডমিঙ্গোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। যে কারণে তার অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেই অ্যান্টিজেন টেস্টে ডমিঙ্গো করোনা পজিটিভ হয়েছেন। এখন নেগেটিভ হওয়া পর্যন্ত তাকে আইসোলেশনেই থাকতে হবে। এদিকে প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও স্বস্তিতে নেই। বড় হারের পথেই এগিয়ে যাচ্ছেন মমিনুলরা।

এএ