মাতৃত্বকালীন ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১০ ২১:১৩:৫২
দারিদ্র্য বিমোচনে দেশের গ্রামীণ দরিদ্র পরিবারের গর্ভবতীদের মাতৃত্বকালীন মাসিক ভাতা ৮০০০ টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সভায় অংশ নেন কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সাহাদারা মান্নান।
সভায় দারিদ্র্য বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা এবং গত সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।