ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১১ ১১:০১:৩০


ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক হামলায় ২ ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। ওই নারী ছয় সন্তানের মা।

এ ছাড়া দক্ষিণের শহর হেবরনে ইসরায়েলি নিরাপত্তা বহরের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক নারীকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে শনিবার (৯ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ১৩ জন। সূত্র: আলজাজিরা