মার্কেন্টাইল ব্যাংকের ১৩তম এমটিও ব্যাচের ট্রেনিং শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১১ ১৫:২১:১৫
মার্কেন্টাইল ব্যাংকে ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের তিন সপ্তাহ মেয়াদী দ্বিতীয় ধাপের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ৪৮ জন এমটিও অংশ নেন। গত ০৫ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহনকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া, সততা এবং নৈতকতার সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের জন্যও তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও মতিউল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এএ