হিলিতে ১২ দিন পর ভারত থেকে পেঁয়াজ আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১১ ১৬:২৩:২৫


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১২দিন পর ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আজ সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় পেঁয়াজ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু।

এ সময় তিনি বলেন, টানা ১২ দিন বন্ধ থাকার পর ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর আগে সর্বশেষ ২৯ মার্চ এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর লোকসানের আশঙ্কায় কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আমদানি স্বাভাবিক হওয়ায় বাজারে পণ্যটির দামও স্বাভাবিক থাকবে।

সানবিডি/এনজে