চীনে পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১১ ১৬:৫০:১৯


মহামারি করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে চীন। দেশটিতে এখনো লকডাউনের মতো বিধিনিষেধ চালু আছে। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবও পড়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতির দেশটিতে পণ্যের মূল্য লাফিয়ে বেড়েছে। মার্চে চীনে মূল্যস্ফীতির হার পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যেই দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, এ সময়ে চীনের উৎপাদক মূল্য সূচক (পিপিআই) আট দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ফেব্রুয়ারিতে মূল্য বৃদ্ধির এই হার ছিল আট দশমিক আট শতাংশ। তবে বর্তমান মূল্য অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে এখনো বেশি।

এদিকে চীনের ভোক্তা মূল্যসূচকও প্রত্যাশার চেয়ে বেশি। মার্চে এই বাড়ার হার ছিল এক দশমিক পাঁচ শতাংশ যা ফেব্রুয়ারিতে ছিল শূন্য দশমিক নয় শতাংশ।

হংকংয়ের নাটিক্সিসের এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেছেন, মূল্যস্ফীতির পরিসংখ্যান বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগজনক।

সানবিডি/এনজে