৪ ঘন্টা গ্যাস বন্ধ থাকবে শিল্প কারখানায়

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-১১ ১৮:১৩:০৭


পবিত্র রমজানের আগে সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এবার নতুন করে শিল্প কারখানাগুলোতে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। মঙ্গলবার (১২ই এপ্রিল) থেকে এই আদেশ কার্যকর হবে, যা ঈদ পর্যন্ত বলবত থাকবে।

আজ সোমবার এই তথ্য জানায় পেট্রোবাংলা।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকাল ৫টা হতে রাত ৯ টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে বলেও পেট্রোবাংলা জানায়।

এর আগে গত ৩০শে মার্চ বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল জ্বালানি বিভাগ।

সে সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। তারা সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।।

সানবিডি/এনজে