ঢাবিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

আপডেট: ২০১৬-০২-২০ ১২:৫৬:২৮


Dhaka-University220160219153941ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। আহত তিনজনই হল শাখা ছাত্রলীগের কর্মী। শুক্রবার বিকেলের এ ঘটনায় আহতরা হলেন- শাখা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ (আরবী, ৩য় বর্ষ), যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক সংগ্রাম (রাষ্ট্রবিজ্ঞান, ৪র্থ বর্ষ) এবং শাখা ছাত্রলীগের কর্মী আমির হামজা (ইসলামের ইতিহাস, ৪র্থ বর্ষ)।

তানভীর শাখা ছাত্রলীগের সভাপতির শেখ ইনানের অনুসারী। বাকী দুইজন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের অনুসারী। আহতদের মধ্যে আমির হামজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে হলের ক্যান্টিন বয়কে রুমে খাবার দিতে যেতে বলেন তারেক সংগ্রাম। এসময় তানভীর মাহমুদ ক্যান্টিন বয়ের পক্ষ নিয়ে বলেন রুমে কোনো খাবার যাবে না। এ নিয়ে তারেক এবং তানভীরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়ে চলে যায়। তারেকের বন্ধুরা জানান তানভীর ক্যান্টিনে ফ্রী খান। তাই ক্যান্টিন বয়ের পক্ষ নিয়ে ঝামেলায় জড়ান।

বিকেলে তানভীরকে হলের গেটে পেয়ে তারেক তার বন্ধু আমির হামজাসহ (ইসলামের ইতিহাস, ৪র্থ বর্ষ) কয়েকজন ছাত্রলীগ কর্মী মারধর করেন। এতে তার মাথায় ও ঘাড়ে আঘাত লাগে। এসময় তানভীরের বন্ধুরা এসেও মারামারিতে জড়ান। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষে তারেক, তানভীর এবং আমির হামজা আহত হন।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি শেখ ইনান বলেন, তারেক সংগ্রাম ও তানভীর মাহমুদ নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তবে কোনো গ্রুপিংয়ের কারণে এ সংঘর্ষ ঘটেনি। ব্যক্তিগত সমস্যার জের ধরেই এ সংঘর্ষ ঘটে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, হলে দুইজন সাধারণ ছাত্র নিজেদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি করেছেন। এতে আমার দুইজন কর্মীসহ তিনজন আহত হয়েছেন। আমরা বিষয়টি দেখছি।

সানবিডি/ঢাকা/রাআ