মে থেকেই শাহজালালে চলবে রাতের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১২ ১৭:২১:৩৮


সংস্কার কাজের জন্য গত ১০ ডিসেম্বর থেকে আগামী ১০ জুন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় আগামী মে মাস থেকে রাতের ফ্লাইট চালু হচ্ছে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। রাতে ফ্লাইট বন্ধ রাখায় দিনে বিমানবন্দরে বাড়তি চাপ তৈরি হয়। এতে নানা রকম ভোগান্তি পড়েন যাত্রীরা।

ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। জুনে শেষ হওয়ার কথা থাকলেও এক মাস আগে এপ্রিলে শেষ হচ্ছে। আমরা মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট চালু করতে পারবো।

রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষার সময় কমাতে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।

এএ