ফুফুর বাড়িতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-১২ ১৭:৪২:৫৪
বগুড়ার শেরপুর উপজেলায় আব্দুর রহিম (৩৫) এক যুবক ফুফুর বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোররাতে সেহেরি খাওয়ার পর বাহিরে এসে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার ভবনীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মো. খবির উদ্দিনের পুত্র আব্দুর রহিম একই গ্রামে তার আপন ফুপা আব্দুর রশিদের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ভাত খেয়ে সে বাহিরে বের হয়ে ছাগল বাঁধা রশি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানিয়েছে, নিহত রহিম (৩৫) উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। রহিম বিবাহিত হলেও তাঁর স্ত্রী বাবার বাড়ি সিরাজগঞ্জে থাকেন। তাঁদের একমাত্র সন্তান নূরনবী (১৫) নবম শ্রেণিতে পড়ে।
এদিকে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে একটি অপমৃত্যু মামলা দিয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।