রুশ জ্বালানি তেলে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৩ ০৯:২৪:১০


রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে দেশটির জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে একটি প্রস্তাবের খসড়া তৈরি করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা। আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীরা এ কথা জানিয়েছেন। যদিও রাশিয়ান জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে এখনো কোনো চুক্তি হয়নি।

সম্প্রতি লুক্সেমবার্গে ব্লকটির মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনেক মন্ত্রীই রাশিয়ান জ্বালানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ওপর সমর্থন জানিয়েছেন। ইইউর ঊর্ধ্বতন কূটনৈতিক জোসেপ বোরেল বলেন, এ নিষেধাজ্ঞা অন্যান্য দেশের অর্থনীতিকে বড় ধরনের ধাক্কার মুখে ফেলতে পারে।

এ বিষয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সায়মন কভেনি ইউরোপিয়ান কমিশনে জানান, তারা এখন আগামী নিষেধাজ্ঞা প্যাকেজে জ্বালানি তেলকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে কাজ করছে।

তথ্য বলছে, ইইউ প্রতি বছর যে পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, তার এক-চতুর্থাংশই আসে রাশিয়া থেকে। কিন্তু ইউক্রেনে আক্রমণ ও দেশটির বিভিন্ন শহরে একের পর এক বোমা নিক্ষেপের কারণে রাশিয়াকে চাপের মুখে ফেলতে চাইছে ইইউ। এ কারণেই দেশটির জ্বালানি তেলকে পরবর্তী নিষেধাজ্ঞার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউক্রেন বলছে, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর থেকেই রুশ সেনারা বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এমন দাবির পর আরো এক ধাপ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় রাশিয়াকে। সর্বশেষ গত সপ্তাহে পঞ্চম ধাপে দেশটির কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

সানবিডি/এনজে