পুঁজিবাজারের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৪-১৫ ২০:০০:৪৩


বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৯ সালের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে। দিবসটিকে বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।

বর্ষবরণে বন্ধ থাকার পর আগামী ১৭ এপ্রিল যথানিয়মে আবার পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস