১৫ এপ্রিল ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৪:৩৩:২৪
আগামী ১৫ এপ্রিল ঢাকায় আসছে রোমানিয়া থেকে কনসুলার টিম।রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এক ফেসবুক বার্তায় এই তথ্য জানায়। কনসুলার টিম আগামী ১৭ এপ্রিল ঢাকায় ভিসা কার্যক্রম শুরু করবে বলে দূতাবাস আশা করছে।
যারা রোমানিয়ার ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে চান তাঁদের কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ভবনের ষষ্ঠ তলায় তাদের অফিসে যোগাযোগ করতে দূতাবাস পরামর্শ দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র রোমানিয়া পাঁচ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় কনসুলার টিম পাঠাচ্ছে। রোমানিয়া গত বছর বাংলাদেশ থেকে ৪০ হাজার কর্মী নিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস না থাকায় কর্মীদের ভিসা পেতে সমস্যা হচ্ছিল। সমস্যা সমাধানে রোমানিয়া বাংলাদেশে কনসুলার টিম পাঠাচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত অক্টোবর মাসে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় দেশটির অস্থায়ী কনসুলার অফিস খোলার বিষয়টি অনুমোদন করে। রোমানিয়া তিন মাসের জন্য ঢাকায় একটি প্রতিনিধিদল পাঠাবে।
সানবিডি/এনজে