দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৫:২৩:১২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭০ বারে ৯৬ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৯ বারে ৭ লাখ ৭ হাজার ৪১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। ফান্ডটি ৬ বারে ১১ হাজার ৩২০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৪.৬০ শতাংশ, সালভো কেমিক্যালের ৩.৯১ শতাংশ, এমবি ফার্মার ৩.২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০১ শতাংশ, এবি ব্যাংকের ২.৮৩ শতাংশ এবং এনসিসি ব্যাংকের শেয়ার দর ২.৭৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস