দর পতনের শীর্ষে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৫:৩৫:১৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৭ বারে ৬২ হাজার ৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে আইএফআইসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯ বারে ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৯ বারে ১ লাখ ৬২ হাজার ১৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পিপলস ইন্স্যুরেন্সের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৯৮ শতাংশ, বিডিকমের ১.৯৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, শমরিতা হসপিটালের ১.৯১ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ১.৯০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস