পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৭:১৭:৩১
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে তানহা আক্তার (১০) ও মাহিয়া মাহি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ গুণাইঘর ইউনিয়নের পদ্মকোট গ্রামে এই ঘটনা ঘটে। দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে দুই বোনকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে করে। এক পর্যায়ে পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখেন তারা। পরে শিশু দুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।