‘সব ক্ষেত্রেই দুর্নীতি, যেকোনো সময় অর্থনীতি ধসে পড়বে’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৯:০৫:০৫


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার এখন টিকে আছে চাপার জোরে। ২০২৩ সাল থেকে সকল বিদেশি ঋণের কিস্তি দেয়া শুরু হবে। তখন শ্রীলঙ্কার চেয়েও খারাপ পরিস্থিতি হবে বাংলাদেশে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এই সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সব ক্ষেত্রেই দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। যেকোনো সময় বায়বীয় এ অর্থনীতি ধসে পড়বে।

এসময় তিনি বলেন, টিকা ক্রয়ে ২৩ হাজার কোটি টাকার হিসাব জানতে চায় জনগণ। এই দুর্নীতি তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে দুদকের প্রতি আহ্বান জানান রুহুল কবীর রিজভী।

নানা ইস্যুত সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার, বেছে নিয়েছে দমন-পীড়নের পথ।