বিদেশি বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করবে বিডা ও ফিকি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১৯:৫৮:২৯
দেশে অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। বুধবার (১৩ এপ্রিল) এ বিষয়ে প্রতিষ্ঠান দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বিডার মাল্টিপারপাস হলে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফিকি সভাপতি মো. নাসের এজাজ বিজয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন।
বিডা’র নির্বাহী সদস্য সঞ্জয় কুমার চৌধুরী ও ফিকি’র নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির সমঝোতা স্মারকে সই করেন।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রসারে এখন থেকে বিডা ও ফিকি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করেবে। তারা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে। অধিক হারে এফডিআই (বিদেশি বিনিয়োগ) বৃদ্ধিতে ফিকি দেশের বর্তমান এবং সম্ভাব্য রাজস্ব ও আর্থিক নীতি, ইজ অফ ডুয়িং বিজনেস এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে গবেষণা ও পরামর্শ দেবে।
সিরাজুল ইসলাম বলেন, ‘বেসরকারি খাতে প্রবৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ বাড়াতে বিডা ও ফিকি ইতোমধ্যে সহযোগিতার ভিত্তিতে কাজ করে চলেছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিয়ে অধিক বিদেশি বিনিয়োগ টানতে আমরা সক্ষম হব।
‘ওএসএস-এর মাধ্যমে বিডা বিনিয়োগকারী ১৯টি প্রতিষ্ঠানকে ৫৮টি সেবা দিয়ে আসছে। ফিকিসহ মোট ৪০টি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। বাকি প্রতিষ্ঠানগুলোর সেবা দ্রুতই বিডার ওএসএসের আওতায় আসবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ফিকি সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, ‘আমরা বিশ্বাস করি এশিয়ার ভেতরে বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের সেরা গন্তব্য। ৫৭ বছর আগে যাত্রা শুরু করা ফিকির সদস্য রয়েছে ৩৫টির বেশি দেশে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সেসব দেশে বিডা’র সহযোগিতায় আমরা শো-কেস বাংলা তুলে ধরব, যা দেশকে আরো এগিয়ে নেবে।’
সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে অধিক বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। বিডা ও ফিকির অংশীদারত্বের সুবাদে সেই কাঙ্ক্ষিত বিনিয়োগ অনেকাংশে বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে জানানো হয়, বিডা ও ফিকি আগে থেকেই পরস্পরকে সহযোগিতা করে আসছে। ২০১৯ সালের আগস্ট থেকে ফিকি’র তিনিটি বিনিয়োগ পরিষেবা বিডা’র ওএসএসে আসে। সেবা তিনটি হল- মেম্বারশিপ সার্টিফিকেট ইস্যুয়েন্স, মেম্বারশিপ সার্টিফিকেট রিনিউয়াল এবং সার্টিফিকেট অফ অরিজিন।
এএ