যাত্রাবাড়ীতে স্বামীর উপর রাগ করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৩ ২১:১৫:০৬


রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় ডাক্তারের কাছে যাওয়া নিয়ে স্বামীর উপরে রাগ করে রুমি আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুমি আক্তারের স্বামী রাজু আহমেদ বলেন, ডাক্তারের কাছে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে বিষয়টি বাড়িওয়ালা মীমাংসা করে দেন। এরপর সে বাথরুমে যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে বাইরে না আসায় দরজা খুলে না। পরে দরজা ভেঙে দেখি সে বাথরুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর নেই।

তিনি আরও বলেন, আমাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।