পাবিপ্রবি’র উপাচার্য হলেন ড. হাফিজা খাতুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-১৩ ২১:৪০:১৩
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হাফিজা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। পাবিপ্রবি’র প্রথম নারী উপাচার্য তিনি।
গত মঙ্গলবার (১২ এপ্রিল) তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারী করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে ড. হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
পাবিপ্রবি’র সদ্য সাবেক উপাচার্য এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয়েছে গত ৬ মার্চ। তবে বিভিন্ন অভিযোগ ওঠার পর উদ্ভূত পরিস্থিতিতে এক সপ্তাহ আগেই অনেকটা গোপনে ক্যাম্পাস ছেড়ে চলে যান তিনি।
এদিকে, এক মাসের বেশি সময় ধরে উপাচার্য না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। অনেক প্রশাসনিক কাজ আটকে যায়। এ অবস্থায় নতুন উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, উপাচার্য নিয়োগ হওয়ায় আমরা খুশি। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন পেয়েছি। তিনি ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আজ বুধবার যোগদান করেছেন। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ে আসবেন নতুন উপাচার্য।