কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন নিহত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৪-১৪ ১০:২১:১৯


কুমিল্লা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নাঈম (২৪) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার রাত রাত সাড়ে ১০ টার দিকে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নে হায়দরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মহিউদ্দিন জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার অলুয়া গ্রামের সরকার বাড়ির অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোশাররফ হোসেনের ছেলে।

এ ব্যাপারে আলমগীর হোসেন বলেন, কী কারণে গুলির ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় কারা জড়িত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ওই যুবকের মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে বুড়িচং উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলি লেগেছে।

জানা যায়, নিহত মহিউদ্দিন আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সর্বশেষ তিনি কুমিল্লা থেকে প্রকাশিত ‘কুমিল্লার ডাক’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি সরকারি চাকুরির জন্য চেষ্টা করছিলেন তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

সানবিডি/এনজে