বেনাপোল বন্দরে মালবাহী ৫ ট্রাকে আগুন

উপজেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৪-১৫ ১০:২৪:৫০


যশোরের বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারবোঝাই পাঁচটি ভারতীয় ট্রাকে আগুনে পুড়ে গেছে। শুক্রবার ভোর রাতে বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে এ ঘটনা ঘটে।

বন্দরের নিরাপত্তাকর্মী জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই পাঁচটি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় ছিল। ট্রাকে এসব পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরো চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, কী কারণে ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তদন্ত না করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন বলা সম্ভব নয়।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এএ