ছদ্মবেশে ইমামতির চাকরি করতেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শফিকুর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৫ ১৬:৪৫:২৫
নাম পাল্টে হয়ে গিয়েছিলেন আবদুল করিম। নিজেকে আড়াল করে মাসিক ৫ হাজার টাকায় ইমামতির চাকরি করেছেন রমনার বটমূল ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া হরকাতুল জিহাদের আমির মুফতি শফিকুর রহমান। আর এভাবেই ২১ বছর ছদ্মবেশে দেশের প্রত্যন্ত এলাকায় নিজেকে আড়াল করে রেখেছেন। ভৈরব থেকে তাকে গ্রেফতারের পর র্যাব বলছে, পরিবার ও আত্মীয়স্বজন সাথেও যোগাযোগ করতেন না শফিকুর ওরফে আবদুল করিম।
২০০১ সালে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় মৃত্যুদণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া হুজি নেতা মুফতি শফিকুল ইসলাম দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী চোখকে ফাঁকি দিতে চলে যান নরসিংদীতে। সেখানে একটি মসজিদের ইমামতি নিয়ে গোপনে প্রচার করতেন উগ্রবাদী মতবাদ। দীর্ঘদিন ধরেই তার সন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ভৈরব থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, মুফতি শফিকুর অত্যন্ত সুকৌশলে নিজেকে আড়াল করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
পাকিস্তান পড়ার সময় মুফতি হান্নানের সাথে পরিচিত হয় শফিকুর। এরপর আফগানিস্তানে গিয়ে উগ্র মতবাদে জড়িয়ে পড়ে। দেশে এসে সমমনাদের নিয়ে গঠন করেন হরকাতুল জিহাদ। সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যার সাথেও শফিকুরের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে র্যাব।