মানবপাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১১:৪৮:০৬


বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে মানবপাচার ও প্রতারণায় জড়িত এক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকালে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, র‌্যাব ৩-এর অভিযানে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকা হতে সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের অন্যতম হোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায়নি।

এ সময় বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও জাল টিকিট এবং টিকিট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সানবিডি/এনজে