প্রাণের স্পন্দন বইমেলা

প্রকাশ: ২০১৬-০২-২০ ২০:১১:৪৫


melaদীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা,  হাতে নতুন বই। আরো বই কিনতে হবে তাই উদ্যান থেকে বেরিয়ে বাংলা একাডেমিতে ঢোকার জন্য এই অপেক্ষা। নেই কোন বিরক্তির ছাপ। বরং চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের বহিঃপ্রকাশ। কথা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী আল-আমিনের সাথে। সানবিডিকে তিনি বলেন, বছরের অন্য দিনগুলোতে তেমন বই না কেনা হলেও অমর একুশে গ্রন্থমেলায় একসঙ্গে কিনে রাখি প্রিয় লেখকের বইগুলো।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ এর ২০তম দিনে এভাবেই লাইনে দাড়িয়ে মেলাপ্রাঙ্গণে প্রবেশ করেন বইপ্রেমিরা। আজ শনিবার বেলা ১১টা থেকে মেলা শুরু হয় এবং শেষ হয় রাত ৮টায়। বইপ্রেমিরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খুঁজে নিচ্ছেন নিজেদের পছন্দের বই। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিক্রির পরিমাণ। তাই খুশি প্রকাশনার মালিক এবং বিক্রয়কর্মীরা।

আজ ২০তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৩৭টি। এর মধ্যে আবুল কাশেমের কবিতার বই স্বার্থক জীবন, সাবিনা ইয়াসমিন রত্নার সুখের ঘরে চোর ঢুকেছে, নাসরিন নাহার চায়নার উপন্যাস নষ্ট প্রেমের কষ্ট, রশীদ নিউটনের গল্পগ্রন্থ কচ্ছপ ও শামুক বন্ধু উল্লেখ্যযোগ্য।

বাংলা একাডেমির নজরুল মঞ্চে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোড়ক উন্মোচিত হয়েছে ৩০টি বইয়ের। তার মধ্যে রেডিও ফুর্তির পরিবেশনায় তানজিম রহমান ও পান্থ রেজা রহমান সম্পাদিত ভূত এফএম ম্যাপ নাম্বার থার্টিন উল্লেখ্যযোগ্য। বইটির মোড়ক উন্মোচন করেন আর জে রাসেল। বইটি পাওয়া যাবে জ্ঞান বিতরণী প্রকাশনীতে ৩৮১ ও ৩৮২ নং স্টল।

আগামীকাল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে রাত ৮টায়।

সানবিডি/ঢাকা/আহো