দশমিক ৪ শতাংশ বাড়তে পারে ইস্পাতের বৈশ্বিক চাহিদা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৬ ১৭:৫৯:৫৩


চলতি বছর বিশ্বব্যাপী ইস্পাতের চাহিদা বাড়তে পারে দশমিক ৪ শতাংশ। ২০২২ সালে ইস্পাতের বৈশ্বিক চাহিদা দাঁড়াবে ১৮৪ কোটি টন। আগামী বছর ধাতুপণ্যটির পরবর্তী চাহিদার পরিমাণ বাড়বে ২ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে ইস্পাতের বৈশ্বিক চাহিদার পরিমাণ দাঁড়াবে ১৮৮ কোটি টন। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ডস্টিল) এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালে ইস্পাতের বৈশ্বিক চাহিদার পরিমাণ বেড়েছিল ২ দশমিক ৭ শতাংশ। এ সময় ধাতুপণ্যটির মোট চাহিদার পরিমাণ ছিল ১৮৩ কোটি টন। ওয়ার্ল্ডস্টিল ইকোনমিক কমিটির চেয়ারম্যান ম্যাক্সিনো বেদোয়া এক বিবৃতিতে বলেন, গত বছর বিশ্বের অনেক অঞ্চলে প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ মহামারী উত্তর পুনরুদ্ধার দৃশ্যমান হওয়ায় ইস্পাতের চাহিদায় শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের জন্য ওয়ার্ল্ডস্টিলের এ পূর্বাভাস অনেকটাই অনিশ্চিত। মহামারী থেকে পুনরুদ্ধারের যে প্রত্যাশা, সেটি ইউক্রেন যুদ্ধ ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে হুমকির মুখে পড়েছে।

চলতি বছর ইউক্রেন যুদ্ধের কারণে ইস্পাতের বৈশ্বিক চাহিদা কমবে বলে মনে করছে ওয়ার্ল্ডস্টিল। একই সঙ্গে বিশ্বের অনেক দেশে কভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ও বিশেষ করে চীনের সংক্রমণ বৃদ্ধি এবং ক্রমবর্ধমান সুদহার বৃদ্ধিও শিল্পধাতুটির চাহিদায় লাগাম টানতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সানবিডি/এনজে