তামার দাম পাউন্ডে ৪ ডলার ৪০ সেন্টে পৌঁছানোর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৭ ০৯:১২:০৯


চিলিয়ান কপার কমিশন কোচিলকো চলতি বছরের জন্য তামার বৈশ্বিক দাম বাড়ার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, প্রতি পাউন্ড তামার দাম ৪ ডলার ৪০ সেন্টে উন্নীত হবে। বাজার বিশ্লেষকরা জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বিশ্ববাজারে তামার ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। এ কারণেই বাজারে অস্থিতিশীলতা প্রকট হচ্ছে। খবর মাইনিং ডটকম।

চলতি বছরের শুরুতে কোচিলকো তামার দাম পাউন্ডপ্রতি ৩ ডলার ৯৫ সেন্টে পৌঁছার পূর্বাভাস দিয়েছিল। কমিশন বলছে, অর্থনৈতিক নানা বিষয় পূর্বাভাস বাড়াতে উৎসাহিত করেছে। এর মধ্যে ধাতব বাজারে মজুদ কমে যাওয়ার বিষয়টি দাম বাড়ানোর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এছাড়া বৈশ্বিক সরবরাহ চাহিদা মেটাতে সক্ষম হবে না—এমন আশঙ্কার কারণেও বাজার ঊর্ধ্বমুখী থাকবে।

কোচিলকোর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর চিলিতে তামা উত্তোলন গত বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ৫৭ লাখ ৮০ হাজার টনে।

এদিকে আন্তর্জাতিক বাজারে ১ লাখ ৪ হাজার টন পরিশোধিত তামার ঘাটতি দেখা দিতে পারে। ফলে ধাতুটির মজুদ নিম্নমুখী চাপের মুখে পড়তে পারে।

সানবিডি/এনজে