জীবন বাঁচাতে ইউক্রেন সেনাদের আত্নসমর্পণের প্রস্তাব দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৭ ১১:০৯:১৫


ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে যুদ্ধরত ইউক্রেন সেনাদের আত্নসমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। আর আত্মসমর্পণ না করলে তারা জীবনে বাঁচতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছে।

রোববারের মধ্যেই মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া।

রাশিয়া জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করেন, তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো।

রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসমর্পণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই। সিদ্ধান্ত এবার ইউক্রেন সেনাদের নিজেদেরই দিতে হবে।

সূত্র: বিবিসি।

সানবিডি/এনজে