বাড্ডায় টিনশেড বসতঘর ও গ্যারেজ আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৭ ১১:১৭:৩৪


রাজধানীর মেরুল বাড্ডায় টিনশেড বসতঘর ও রিকশার গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।  দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  তবে কেউ হতাহত হননি।

সানবিডি/এনজে