পাকিস্তানকে তালেবানের সতর্ক বার্তা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৭ ১৯:২০:২৭
পাকিস্তান সেনাবাহিনীর বিমান ও আর্টিলারি হামলায় শনিবার (১৬ এপ্রিল) পাঁচ আফগান শিশু ও একজন নারী নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান। এছাড়াও হামলায় অন্তত ৪৫ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। এর পরই রোববার পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান কর্তৃপক্ষ। খবর ডেইলি সাবাহ’র।
এক অডিও বার্তায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘পাকিস্তানের দিক থেকে যে বোমাবর্ষণ এবং হামলা চালানো হয়েছে তার সম্ভাব্য কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে আফগানিস্তান।’
তিনি আরও বলেছেন, ‘এটি নৃশংসতা এবং এতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শত্রুতার পথ প্রশস্ত হচ্ছে। আমরা এই ধরনের হামলার পুনরাবৃত্তি প্রতিরোধ করার জন্য সমস্ত বিকল্প ব্যবহার করছি ও আমাদের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানাচ্ছি।’
আফগান সরকারের এই মুখপাত্র বলেন, পাকিস্তানিদের জানা উচিত, যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষেরই স্বার্থ হাসিল হবে না। এতে এই অঞ্চলের অস্তিরতা শুরু হবে।
আফগানিস্তানের এমন বার্তার প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে মন্তব্য জানতে চাইলে কোনো সাড়া দেয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, হামলার পর শনিবার আফগানিস্তানের শত শত বেসামরিক লোক রাস্তায় নেমে আসে। তারা পাকিস্তান বিরোধী স্লোগান দেয়।
গত বছর আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়া পর থেকে সীমান্তে দেশ দুইটি মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ দাবি করছে, সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
তবে তালেবানরা পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।