আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোবিপ্রবির নানা আয়োজন

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৩:৩০:৪৩


20160213_201521আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি রাত ১১.৪৫ মিনিটে ভাষা শহিদদের শ্রদ্ধার্থে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এর পর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮.০০ টায় জাতীয় পতাকা উত্তোলনের পর প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।

র‍্যালির পরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারি, ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠন বিশ্ববিদ্যালয় শহীদমিনারে পূষ্পার্ঘ অর্পন করে। সকাল ৯.০০ টায় আলোচনা সভা, শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া, মুনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।

সানবিডি/ঢাকা/আহো