কুবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ২০১৬-০২-২১ ১৩:৩৭:০০
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি)উপাচার্য প্রফেসর ড মোঃ আলী আশরাফ।
শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধ পরিষদ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাংবাদিক সমিতি, বিভিন্ন হল, বিভাগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
সানবিডি/ঢাকা/আহো