‘ঈদে ঢাকা থেকে কোনো ফিটনেসবিহীন গাড়ি বের হবে না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৮ ১৯:২৬:৫১


ঢাকা উত্ত‌রের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঈদের সময় গাবতলী এবং মহাখা‌লী বাস টা‌র্মিনাল থে‌কে কো‌নো ফিট‌নেসবিহীন বাস বের হ‌বে না। এ ব্যাপা‌রে ক‌ঠোর নি‌র্দেশনা দেওয়া আছে। ওই সময় ডিএন‌সি‌সির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সকল বাস টা‌র্মিনা‌লে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা কর‌বেন।

সোমবার (১৮ এপ্রিল) ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান কার্যাল‌য় নগর ভব‌নে দারাজ এবং ডিএন‌সি‌সির যৌথ উদ‌্যোগে সু‌বিধা ব‌ঞ্চিত শিশু‌দের ম‌ধ্যে নতুন কাপড় বিতরণ অনুষ্ঠা‌নে তিনি এসব কথা ব‌লেন।

‘স্নে‌হের ঈদ উপহার’ শি‌রোনা‌মে দারাজ-ডিএন‌সি‌সির যৌথ উদ্যোগে রাজধানীর উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নের বি‌ভিন্ন ওয়ার্ড থে‌কে সু‌বিধা ব‌ঞ্চিত প্রায় ১৪ হাজার শিশু‌কে ঈদের নতুন পোশাক দেওয়া হ‌বে ব‌লেও জানান বক্তারা।

এসময় মেয়র ব‌লেন, সাম‌নে বসা এসব ছোট শিশু‌দের মু‌খে হা‌সি ফোটা‌নোর জন্য দারাজ যে উদ‌্যোগ নি‌য়ে‌ছে, তা‌কে সাধুবাদ জানাই। উত্তর সি‌টি কর‌পো‌রেশন এমন একটা ভা‌লো কা‌জে তা‌দের স‌ঙ্গে থাক‌তে পে‌রে গ‌র্বিত।

মেয়র ব‌লেন, দারাজ অত্যন্ত সুনা‌মের স‌ঙ্গে ব্যবসা প‌রিচালনা ক‌রে আস‌ছে। পাশাপা‌শি তারা সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে অসহায়, সু‌বিধা ব‌ঞ্চিত শিশু‌দের মু‌খে হা‌সি ফোটা‌তে তা‌দের‌কে নতুন কাপড় দি‌চ্ছে। উত্তর সি‌টির সব ক‌মিশনার‌দের সহ‌যো‌গিতায় প্রায় ১৪ হাজার শিশু‌কে বাছাই করা হ‌য়ে‌ছে। ঈদ উপল‌ক্ষে নতুন কাপড় পে‌য়ে এসব শিশু‌দের মুখের হা‌সি দে‌খে প্রাণটা ভ‌রে গেল।

মেয়র আতিক সমা‌জের বিত্তবান‌দেরও এরকম মান‌বিক ও সমাজ‌সেবামূলক কা‌জে এগিয়ে আসার আহ্বান জানান। ‌শিশু‌দের ম‌ধ্যে ‘স্নে‌হের ঈদ উপহার’ বিতরণ অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সি‌টির ‌বি‌ভিন্ন ওয়ার্ড ক‌মিশনার, কর্মকর্তা এবং দারা‌জের কর্মকর্তাগণ।