আনারস বোঝাই জিপগাড়ি চাপায় ২ স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-১৮ ১৯:৪৬:২২


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মারমার ছেলে উগ্যজাই মারমা (১২) ও ডেপুয়া পাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে রাজু মারমা (১৫)। এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুইজাই কার্বারি পাড়া এলাকা থেকে একটি জিপগাড়ি আনারস বোঝাই করে হাতিমুড়া বাজারে দিকে আসছিল। এ সময় জীপটি একটি উঁচু টিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসলে দুই শিক্ষার্থী চাপা পড়ে নিহত হয়।

নিহত উগ্যজাই মারমা হাতিমুড়া জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, চলতি মৌসুমে হাতিমুড়া এলাকায় আনারসের শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই এলাকার স্কুলে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী আনারস বাগানে কাজ করে বাড়তি আয়ের সুযোগ কাজে লাগাচ্ছেন। তাদেরই দুজন উগ্যজাই মারমা ও রাজু মারমা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. নাজমুল হাসান জানান, আনারস বোঝাই জীপের নিচে পড়ে দুই স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ছাড়া, আরও একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।