সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ডিআরইউ’র
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৯ ২১:৩৫:০৪
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়; তাই অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছে।
উল্লেখ্য. হামলায় সাংবাদিকদের মধ্যে এনটিভি অনলাইনের মাসুদ রায়হান পলাশ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন ইমরান লিপু, এসএ টিভির রিপোর্টার তুহিন ও ক্যামেরাপারসন কবির হোসেন, মাইটিভির রিপোর্টার ড্যানি দ্রং, আরটিভির ক্যামেরাপার্সন সুমন দে, ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর, বাংলাট্রিবিউনের শাহেদ শফিক, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন রাজুসহ আরো অনেকে আহত হয়েছেন।
এএ