ব্লু-ওয়েল্থ ফার্স্ট ব্যালেন্সড ফান্ডের ট্রাষ্ট ডীড চুক্তি সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২০ ১১:৩৭:১২
ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড তাদের প্রথম মিউচ্যুয়াল ফান্ড (ব্লু-ওয়েলথ ফার্স্ট ব্যালান্সড ফান্ড) বাজারে ছাড়তে যাচ্ছে। ব্লু-ওয়েলথ ফার্স্ট ব্যালান্সড ফান্ড নামের এই ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা।
ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন কাজী মাহমুদ সাত্তার। যিনি প্রায় ৪০ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
এ লক্ষে মঙ্গলবার (১৯শে এপ্রিল) ব্লু-ওয়েল্থ ফার্স্ট ব্যালেন্সড ফান্ডের ট্রাষ্ট ডীড চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তিটি ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড এবং সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়। সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেড উক্ত ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে।
ব্লু -ওয়েল্থ অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, এবং সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি, মোঃ মিজানুর রহমান তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এ সময় সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা নিমাই কুমার সাহা, ব্লু -ওয়েল্থ অ্যাসেটস লিমিটেডের হেড অফ ফিক্সড ইনকাম ও ইকুইটি, ফরহাদ আহমেদ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস