বেনাপোল সীমান্তে ১৫টি সোনার বারসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২০ ১৬:২১:১৬


যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার রাত ১২টায় ইছামতি নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে সোনাপাচারকারী মনিরুল ইসলামকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম স্থানীয় বালুন্ডা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করা হয়। আটক স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সানবিডি/এনজে