সপ্তাহজুড়ে ১২ কোম্পানির ব্লক মার্কেটে লেনদেন

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৬:৩৭:৫৫


12-Companies-600x371সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ কোম্পানির ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ৩৯ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ছিল ৪২ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এমজিএলবিডি, আরএসআরএম স্টিল, বৃটিশ আমেরিকান টোবাকো, সিএমসিকামাল, রেনেটা, সিটি ব্যাংক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই ব্যাংক গত সপ্তাহে ব্লক মার্কেটে ৪৫ টাকা দরে ৪২ লাখ শেয়ার লেনদেন করে। যার আর্থিক মুল্য প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। এই কোম্পানিটি ১২ লাখ ১৮ হাজার ৩০১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৪ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। এই কোম্পানিটি ৩ লাখ ৪৫ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা।

চতুর্থ অবস্থানে থাকা সিটি ব্যাংক ২ লাখ ১০ হাজার শেয়ার ২২ টাকা দরে লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৪৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া বেক্সিমকো ফার্মা ২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ লাখ ও আরএসআরএম স্টিলের ৪৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো