মিয়ানমার জান্তার সমালোচনা করে নাগরিকত্ব হারালেন ৩৩ জন
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৪-২০ ১৭:১৩:৩৭
সমালোচকদের শায়েস্তা করতে নাগরিকত্ব বাতিলের অস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। জানা গেছে, গত দেড় মাসে শুধুমাত্র সমালোচনা করায় নাগরিকত্ব বাতিল করা হয়েছে ৩৩ জনের। খবর আলজাজিরার।
বুধবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, গণমাধ্যমে সমালোচনা বন্ধ করতেই সমালোচকদের নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো পদক্ষেপ নিচ্ছে জান্তা সরকার। সম্প্রতি নাগরিকত্ব হারানো ব্যক্তিদের মধ্যে আছেন দেশটির প্রথমসারির বেশ কয়েকজন কূটনীতিক। সামরিক সরকারের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় তাদের নাগরিকত্ব বাতিল করা হয়। এছাড়া দেশটির একাশিক জনপ্রিয় বিনোদন তারকা ও মানবাধিকার কর্মীরাও আছেন এ তালিকায়।
জান্তা সরকারের তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের স্বার্থবিরোধী কাজে জড়িত। যারা সরকারের সমালোচনা করে মিয়ানমারে তাদের বসবাসের অধিকার নেই। এমন পদক্ষেপকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার কর্মীরা।