আউন্সে ১ হাজার ৯৪৪ ডলার কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২১ ০৮:৪৭:৪৩
বৈশ্বিক বাজারে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মূলত ঊর্ধ্বমুখী ডলার ও ট্রেজারি ইল্ড মূল্যবান ধাতুটির চাহিদাকে অব্যাহতভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ কারণেই দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে তথ্য বলছে, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের দাম ১ হাজার ৯৪৪ ডলার ৬ সেন্টে নেমেছে, যা ১১ এপ্রিলের পর সর্বনিম্ন। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের দাম ১ হাজার ৯৪৪ ডলার ৮০ সেন্টে নেমেছে।
এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছিল। শক্তিশালী ডলার ও ট্রেজারি ইল্ড সেফ হ্যাভেন খ্যাত ধাতুটির চাহিদাকে আচ্ছাদিত করে ফেলায় এমনটা ঘটে।
ওয়ান্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক জেফরি হেলি বলেন, ডলারের বিনিময় মূল্য এখনো বলিষ্ঠ রয়েছে। এছাড়া চীন তাদের এক ও পাঁচ বছরের ঋণের প্রাইম রেট কমিয়ে আনছে। এতে এশিয়ায় স্বর্ণের বাজারে নিম্নমুখিতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য বলছে, ডলারের দাম সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারে বিনিময় হওয়া স্বর্ণ আকর্ষণ হারাচ্ছে।
অন্যদিকে মার্কিন ট্রেজারি ইল্ড অব্যাহতভাবে বেড়ে কয়েক বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আগ্রাসীভাবে মুনাফার হার বাড়ানোর জন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা।
সানবিডি/ এনজে