নেভাডায় জিতলেন হিলারি, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প
প্রকাশ: ২০১৬-০২-২১ ২৩:৩৪:১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নেভাডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।
নিজের এই জয়ের পর ভোটারদের স্বাগত জানিয়ে টুইটারে তিনি বলেন ‘এটা আপনাদের জয়’।
অন্যদিকে, এই ফলাফল আসার কিছু সময়ের মধ্যে সাউথ ক্যারোলিনাতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসে।
নেভাডা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী মি.স্যান্ডার্স-এর চেয়ে খুবই অল্প ব্যবধানে জয় পান।
যদিও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ক’সপ্তাহ আগে এই স্টেটে ‘অপরাজেয়’ হিসেবেই ভাবা হচ্ছিলো। কিন্তু মি. স্যান্ডার্স বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
কারণ নির্বাচনী ফলে দেখা যাচ্ছে, মিজ ক্লিনটন পেয়েছেন ৫২ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী, বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৮ শতাংশ সমর্থন।
কিন্তু নেভাডাতে হিসপ্যানিক ও সংখ্যালঘুদের সমর্থনের কারণে বড় জয় প্রত্যাশা করেছিলেন মিজ ক্লিনটন।
অন্যদিকে, রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে সাউথ ক্যারোলিনাতে প্রাথমিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পাও্য়ার পর, টেড ক্রুজ ও মার্কো রুবিওর মধ্যে চলছে দ্বিতীয় স্থান পাওয়ার প্রতিদ্বন্দ্বীতা।