বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২১ ১৩:৫০:০২


রাঙামাটির কাপ্তাইয়ে নেভী ক্যাম্প সড়কে বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহীনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি দেখে ধারণা করা হচ্ছে, মৃত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এদিকে কাপ্তাইয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্যহাতির আক্রমণ। প্রায়ই হাতির আক্রমণে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।

সানবিডি/এনজে