ফরিদপুরে মাহফুজ আনমের বিরুদ্ধে ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানি মামলা
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৪:০৭:৩২
ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনমের বিরুদ্ধে ফরিদপুরে ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলা হয়েছে। সোমবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ বেপারী মামলাটি করেন।
আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনমের বিরুদ্ধে সমন জারি করে তাকে ১৫ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, ২০০৭ সালের ৩ জুন দৈনিক ডেইলি স্টার পত্রিকায় আওয়ামী লীগ প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির ভিত্তিহীন সংবাদ ছাপা হয়। গত ৪ ফেব্রুয়ারি এটিএন নিউজ চ্যানেলে ডেইলি স্টার পত্রিকার ২৫ বছরপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তা স্বীকারও করেন।
বাদী উল্লেখ করেন, এ ভিত্তিহীন সংবাদে আমি ব্যক্তিগত ভাবে পাঁচ লাখ টাকা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ৫০ কোটি টাকার সম্মানহানি হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ মার্চ আসামী মাহফুজ আনমকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।
সানবিডি/ঢাকা/আহো