কোপা আমেরিকায় একই গ্রুপে চিলি-আর্জেন্টিনা

প্রকাশ: ২০১৬-০২-২২ ১৪:১৪:৪৯


copa_103090নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন কোপা আমেরিকা আসরের ড্র। গত আসরের চ্যাম্পিয়ন চিলি ও রানার আপ আর্জেন্টিনা এবার একই গ্রুপে পড়েছে। ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পানামা ও বলিভিয়া।

আর ‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে ইকুয়েডর, হাইতি ও পেরু। ‘এ’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে। ‘সি’ গ্রুপে রয়েছে মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনেজুয়েলা।

১৯১৬ সালে কোপা আমেরিকার প্রথম আসর বসেছিল আর্জেন্টিনায়। টুর্নামেন্টটির ১০০ বছর পুর্তি হিসেবে এবার যুক্তরাষ্ট্রে বিশেষ এই আসরের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০টি শহরে হবে কোপা আমেরিকার এই বিশেষ আসর। ২৬ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এবারই প্রথম উত্তর আমেরিকা মহাদেশে হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো