১৭০ হুইলচেয়ার-ইলেকট্রনিক বিছানা উপহার পেল শিশু হাসপাতাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২১ ২১:০২:৫৬
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৫০টি হুইলচেয়ার এবং ২০টি ইলেকট্রনিক বিছানা উপহার দিয়েছে অস্ট্রেলিয়ার সরকারি একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৯ এপ্রিল) এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, ‘কিডস অন হুইল এলাইন্স আইএসসি’ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হুইলচেয়ার চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করে।
দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি শাওকেত মোসেলমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের উপহার পাঠানো হয়েছে। তার আলোকে বাংলাদেশে প্রথমবারের মতো ১৫০টি হুইলচেয়ার ও ২০টি ইলেকট্রনিক বিছানা দেওয়া হয়। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সফরকারী দলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি জনাব গামা আবদুল কাদির,অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব রহমতউল্লাহ,জনাব টিটো সোহেল,জনাব নোমান শামীম, জনাব বীর খান প্রমুখ।
এফডিএসআরের পক্ষ থেকে মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা.নওশাদ আহমেদ, উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকার,সহকারী অধ্যাপক(আরপি) ডা. রিজওয়ানুল আহসান বিপুল,সহকারী অধ্যাপক ডা. শাওলি সরকার সহকারী অধ্যাপক ডা. শায়লা ইমামসহ অন্যান্য চিকিৎসক, নার্স এবং কর্মকর্তাবৃন্দ।
এএ